ইশাইয়া ৬৬ : ১
মাবুদ বলছেন, “বেহেশত আমার সিংহাসন আর দুনিয়া আমার পা রাখবার জায়গা। তোমরা আমার জন্য কোথায় ঘর তৈরী করবে? আমার বিশ্রামের স্থান কোথায় হবে?
প্রকাশিক কালাম ২১ : ৩
তারপর আমি একজনকে সেই সিংহাসন থেকে জোরে এই কথা বলতে শুনলাম, “এখন মানুষের মধ্যে আল্লাহ্র থাকবার জায়গা হয়েছে। তিনি মানুষের সংগেই থাকবেন এবং তারা তাঁরই বান্দা হবে। তিনি নিজেই মানুষের সংগে থাকবেন এবং তাদের আল্লাহ্ হবেন।
ইফিষীয় ২ : ২২
তোমরা তাঁরই সংগে যুক্ত হয়েছ এবং সেইজন্য তোমাদেরও একসংগে গেঁথে তোলা হচ্ছে, যেন পাক-রূহের মধ্য দিয়ে তোমরা আল্লাহ্র থাকবার জায়গা হতে পার।
২ করিন্থীয় ৬ : ১৬
আর আল্লাহ্র থাকবার ঘরে প্রতিমার স্থান কোথায়? আমরা তো জীবন্ত আল্লাহ্র থাকবার ঘর। পাক-কিতাবে আল্লাহ্ বলেছেন, “আমি আমার লোকদের মধ্যে বাস করব, আর তাদেরই সংগে চলাফেরা করব। আমি তাদের আল্লাহ্ হব, আর তারা আমার নিজের বান্দা হবে।”
ইব্রানী ৮ : ১০
মাবুদ আরও বলেন, “পরে আমি বনি-ইসরাইলদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল, আমার শরীয়ত আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের দিলেও তা লিখে রাখব। আমি তাদের আল্লাহ্ হব আর তারা আমারই বান্দা হবে।
লেবীয় ২৬ : ১২
আমি তোমাদের সংগে চলাফেরা করব এবং তোমাদের আল্লাহ্ হব আর তোমরা আমার নিজের বান্দা হবে।
ইয়ারমিয়া ৩২:৩৮
তারা আমার বান্দা হবে ও আমি তাদের আল্লাহ্ হব।
ইহিষ্কেল ৩৭: ২৬-২৭
আমি তাদের জন্য একটা শান্তির ব্যবস্থা স্থাপন করব; সেটা হবে একটা চিরস্থায়ী ব্যবস্থা। আমি তাদের শক্তিশালী করব ও তাদের সংখ্যা বাড়িয়ে দেব এবং আমার ঘর আমি চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব। আমার বাসস্থান হবে তাদের মধ্যে; আমি তাদের আল্লাহ্ হব এবং তারা আমার বান্দা হবে।
ইহিষ্কেল ১২ : ২০
লোকজন ভরা শহরগুলো ধ্বংসস্থান হয়ে থাকবে এবং দেশ জনশূন্য হবে। তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।’
ইয়ারমিয়া ৩১:৩৩
পরে আমি বনি-ইসরাইলদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল, আমার শরীয়ত আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের দিলেও তা লিখে রাখব। আমি তাদের আল্লাহ্ হব আর তারা আমারই বান্দা হবে।
জাকারিয়া ২ : ১০-১১
মাবুদ বলছেন, “হে সিয়োনকন্যা, আনন্দে কাওয়ালী গাও এবং খুশী হও, কারণ আমি আসছি, আর আমি তোমাদের মধ্যে বাস করব। সেই দিন অনেক জাতি আমার সংগে যুক্ত হয়ে আমার বান্দা হবে। আমি তোমাদের মধ্যে বাস করব।” যখন তা ঘটবে তখন তোমরা জানবে যে, আল্লাহ্ রাব্বুল আলামীন আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
ইয়ারমিয়া ২৪:৭
আমিই যে মাবুদ তা জানবার দিল আমি তাদের দেব। তারা আমার বান্দা হবে আর আমি তাদের আল্লাহ্ হব, কারণ সমস্ত দিল দিয়েই তারা আমার কাছে ফিরে আসবে।
রোমীয় ৮ : ১১
যিনি ঈসাকে মৃত্যু থেকে জীবিত করেছেন সেই আল্লাহ্র রূহ্ যদি তোমাদের দিলে বাস করেন, তবে আল্লাহ্ তাঁর সেই রূহের দ্বারা তোমাদের মৃত্যুর অধীন শরীরকেও জীবন দান করবেন।
প্রকাশিত কালাম ২১:৭
যে জয়ী হবে সে এই সবের অধিকারী হবে। আমি তার আল্লাহ্ হব এবং সে আমার পুত্র হবে।
১ ইউহোন্না ৪:১৫
যে কেউ স্বীকার করে ঈসা ইব্নুল্লাহ্, আল্লাহ্ তার মধ্যে থাকেন এবং সেও আল্লাহ্র মধ্যে থাকে।
জাকারিয়া ৮ : ৮
জেরুজালেমে বাস করবার জন্য আমি তাদের ফিরিয়ে আনব। তারা আমারই বান্দা হবে এবং আমি তাদের আল্লাহ্ হব; আমি তাদের প্রতি বিশ্বস্ত ও ন্যায়বান থাকব।
জাকারিয়া ১৩:৯
এই তৃতীয় ভাগকে আমি আগুনের মধ্যে নিয়ে যাব; রূপা খাঁটি করবার মত করে আমি তাদের খাঁটি করব এবং সোনা যাচাই করবার মত তাদের যাচাই করব। তারা আমাকে ডাকবে আর আমি তাদের জবাব দেব; আমি বলব, ‘এরা আমার বান্দা,’ আর তারা বলবে, ‘আল্লাহই আমাদের মাবুদ।’ ”
ইফিষীয় ৩:১৭
আর ঈমানের মধ্য দিয়ে মসীহ্ তোমাদের দিল পরিপূর্ণভাবে অধিকার করেন। আমি আরও মুনাজাত করি যেন মসীহের মহব্বতের মধ্যে তোমরা গভীরভাবে ডুবে গিয়ে স্থির হও,
ইউহোন্না ৬ : ৫৭
জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন আর তাঁরই দরুন আমি জীবিত আছি। ঠিক সেইভাবে যে আমাকে খায় সেও আমার দরুন জীবিত থাকবে।
ইব্রানী ৩:৬
কিন্তু মসীহ্ সেই পরিবারের ভার-পাওয়া পুত্র হিসাবে বিশ্বস্ত ছিলেন। আমাদের নিশ্চিত আশার ফলে মনে যে সাহস ও আনন্দ আসে, তাতে যদি আমরা শেষ পর্যন্ত স্থির থাকি তবে দেখা যাবে যে, আমরাই আল্লাহ্র পরিবারের লোক।
১ পিতর ২:৫
এমন একটি জীবন্ত পাথর আছে যাকে আল্লাহ্ বেছে নিয়েছেন এবং যা তাঁর চোখে খুবই মূল্যবান, কিন্তু লোকে তাকে অগ্রাহ্য করেছে। মসীহ্ই হলেন সেই পাথর; তোমরা তাঁর কাছে এসেছ বলে জীবন্ত পাথরের মত করে তোমাদের দিয়েও আল্লাহ্র থাকবার ঘর তৈরী করা হচ্ছে। সেইজন্য ইমাম হিসাবে আল্লাহ্র জন্য তোমাদের আলাদা করা হয়েছে, যেন তোমরা এমন সব রূহানি কোরবানী দাও যা ঈসা মসীহের মধ্য দিয়ে আল্লাহ্র গ্রহণযোগ্য হয়।
১ ইউহোন্না ৫ : ২০-২১
আমরা আরও জানি যে, ইব্নুল্লাহ্ এসে আমাদের বুঝবার শক্তি দিয়েছেন যেন সত্য আল্লাহ্কে আমরা জানতে পারি। যিনি সত্য আল্লাহ্ আমরা তাঁর সংগে যুক্ত, অর্থাৎ তাঁর পুত্র ঈসা মসীহের সংগে যুক্ত। তিনিই সত্য আল্লাহ্ এবং তিনিই অনন্ত জীবন। সন্তানেরা, প্রতিমার সংগে তোমাদের কোন সম্বন্ধ না থাকুক।