সিরিয়ার একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার হামলার
জবাবে পাল্টা এ আক্রমণ চালানো হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে
বলা হয়েছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ
তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ার
সেনাবাহিনীর একটি কম্পাউন্ড এবং রকেট লঞ্চারে আঘাত করার জন্য আর্টিলারি এবং
ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইসরায়েলের
কর্মকর্তারা বলেছেন, সিরিয়া থেকে ছোড়া তিনটি রকেট তাদের ভূখণ্ডে আঘাত
হেনেছে। এর মধ্যে একটি দুটি স্থলে আঘাত হানে এবং তৃতীয়টি প্রতিহত করা
হয়েছে।
সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের
হামলার কথা নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা
দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার জবাব দিয়েছে এবং
সফলভাবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
ইসরায়েলের হামলায় কোনো
হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিরিয়ায়। হামলায় শুধু কিছু ক্ষয়ক্ষতি
হয়েছে বলে জানানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে,
রাজধানী দামেস্কের কাছে বিস্ফোরণ হয়েছে।
এর
আগে সিরিয়া থেকে ইসরায়েলে হামলা চালানো হলে দেশটির গোলানে বিমান হামলার
সাইরেন বাজানো হয়। গত সপ্তাহে জেরুজালেমের আল-আকসা মসজিদে তাণ্ডব চালায়
ইসরায়েলের সেনাবাহিনী।
এর পরেই লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলার ঘটনা ঘটে। এর জবাবে লেবানন ও গাজায় মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল।