ভারতে জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল। বাম দল সিপিআই (কমিউনিস্ট
পার্টি অব ইন্ডিয়া) ও মহারাষ্ট্রের নেতা শরদ পওয়ারের এনসিপির
(ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি) জাতীয় দলের তকমাও প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) পেয়েছে জাতীয় দলের
মর্যাদা।
২০১৬ সালের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল ও মণিপুর প্রদেশে
রাজ্য পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি পাওয়ায় তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা
দিয়েছিল কমিশন। সে সময় লোকসভা ভোটে চারটি রাজ্য থেকে ছয় শতাংশ ভোট পেয়ে
সংশ্লিষ্ট রাজ্যের ‘রাজ্য দল’ হিসাবে স্বীকৃতি পেয়েছিল মমতা
বন্দ্য়োপাধ্যায়ের দল। সাত বছরের মাথাতেই সেই মর্যাদা হারাল মমতা
বন্দ্যোপাধ্যায়ের দল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে তৃণমূলের
মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, এখন এ বিষয়ে কিছু বলছি না। দলের পক্ষ থেকে
বিষয়টি খতিয়ে দেখে এ বিষয়ে বক্তব্য জানানো হবে।
গুজরাতের ভোটে এই তৃতীয় শর্তটি পূরণ করতে পেরেছেন কেজরিওয়াল। কোনো রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে গেলে সেখানকার বিধানসভা নির্বাচনে ছয় শতাংশ ভোট এবং দুটি আসন পেলেই চলে। দিল্লি ও পাঞ্জাবে ক্ষমতাসীন আপ গত ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা ভোটেও ছয় শতাংশের বেশি ভোট পেয়েছিল। এরপর ডিসেম্বরে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের বিধানসভা ভোটেও সেই শর্ত পূরণ করে তারা।