কলকাতার আলোচিত অভিনেত্রী মধুমিতা সরকার। সমুদ্রের লোনা জল তার গায়ে চুমুক
দিচ্ছে। তার ইনস্টাগ্রাম এবং স্টোরি, সমুদ্রপাড়ের এমন গল্পে ভরে আছে বলা
চলে। মনে হতে পারে তিনি কোনো শুটে আছেন কিন্তু কোনো শুটে নয়। মধুমিতা আপাতত
ছুটির মেজাজে। তিনি গোয়ায়। গরমে গোয়া তপ্ত। আর সেখানেই তিনি তার নিজের
উত্তাপ ছড়াচ্ছেন। এরই মধ্যে সেখানে বেশকিছু ফটোশুট করেছেন তিনি, যেগুলো
নতুন করে আলোচনায় নিয়ে এসেছে তাকে।