ভূমি মন্ত্রীর ভূমি দখল
সমাজ হলো বিচঞ্চল
ক্ষতিগ্রস্থ যারা হচ্ছে
কান্নায় তারা হয় যে আকুল
বাগান রক্ষার বেড়া যতো
বেড়ে গিয়ে তারা ততো
মূল বাগানের নিপাত করে
ছন্নছাড়া নিয়ম এতো।
মন্ত্রীর দায়িত্ব সমাজ রক্ষা
সর্বস্তরে ন্যায়ের প্রতিষ্ঠা
ভুলক্রমে ডাকুর আগমন
বিপন্ন হবে পুরো দেশটা।
মন্ত্রনা সভায় শোভনীয় তারা
দেশের কল্যাণে হয় সর্বহারা
মানবতার স্লোগানে নিবেদিত তারা
জানা আছে তার সৃজনের ধারা
আমরা মানুষ সকলেই মানুষ
মানুষের সমান হয় না ফানুস
পোশাক নিয়ে কাড়াকাড়ি
মৃতের লালসে সকলে বেহুস
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা