আমার দখিনা খিড়কি দিয়ে হেরিলাম
কল্য দেখেছি ফুল
অদ্য তাতে ফল
কে সাজালো অপরূপ সৃজন
হলফ করে বল
ওরে ঘোলাজল
কি মন্ত্রে বানাবি মোরে চঞ্চল
বিচরণ আমার
মাবুদের অন্তঃস্থল
অবশ্য হারিয়েছি বেজায় অঞ্চল
গান শুনালো তৃপ্ত করলো দোয়েলের সুরে
বৃক্ষ শাখে বসা নয়তো অধিক দূরে
প্রকৃতি আমার সালাম জানায় প্রেমের ভাষায়
আমিও আজি মিশে গেছি দূর নীলিমায়