গাজীপুর মহানগরের তেলিপাড়া লন্ডানী এলাকায় মিরাজ মুন্না ও নলজানি এলাকায় সাব্বির হাসান নামে দুইজনকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে।
গাজীপুর মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া ও একই ওয়ার্ডের নলজানী এলাকায় ঘটনা দুটি ঘটেছে।
এসব ঘটনায় সোমবার গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সিটি নেটওয়ার্কের লাইনম্যান মুন্না (২৩) তেলিপাড়া এলাকায় বিল সংগ্রহ করে আসার সময় একই এলাকার সবুজ সরকার (২৮), মিরাজ (২৫), ফারুক সরকার (২৬), আনোয়ার হোসেন (২৭), জনি (২৫), কুলু রাসেল (২৪), সাজ্জাদ (২০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন মুন্নার পথরোধ করে পার্শ্ববর্তী একটি নার্সারির ভিতরে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় তারা মুন্নাকে লক্ষ্য করে চায়নিজ কুড়াল দিয়ে কোপ দেয়। মুন্না বাম হাতে ফেরাতে গিয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ সময় মুন্নাকে গলা চেপে হত্যার চেষ্টা করে এবং মুন্নার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। পরে স্থানীয়রা মুন্নাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অপর ঘটনার এজাহার সূত্রে জানা যায়, নলজানী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হাসানকে একই এলাকার উল্লেখিত সন্ত্রাসীরাসহ হিমেল, সাজ্জাদ (২০), কালা মাসুদ (১৯) এবং অজ্ঞাত আরও কয়েকজন টিএন্ডটি এলাকার রাস্তায় গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। পরে লোকজন রাব্বিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ভর্তি করে।
বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।