Answer the Question
a) Number কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও।
Ans: কোনো ব্যক্তি, বস্তু
বা
পদার্থের সংখ্যা
নির্দেশক Word বা
শব্দকে
Number বা
সংখ্যা
বলে।
Number দুই
প্রকার।
1. Singular Number যেমন:
Man, Boy
2. Plural Number যেমন:
Men, Boys
b) Gender কাকে বলে? কত প্রকার ও কি কি ? উদাহরণ দাও।
Ans: যে
Word দ্বারা
কোনো
Noun বা
Pronoun-এর
পুরুষ
কিংবা
স্ত্রী
বা
এদের
কোনোটিই নয়
বা
অবচেতন
পদার্থ
ইত্যাদি বোঝায়
তাকে
Gender বলে।
Gender চার
প্রকার।
1. Masculine Gender যেমন:
Boy, Father.
2. Feminine Gender যেমন:
Girl, Mother.
3. Common Gender যেমন:
Friend, Student.
4. Neuter Gender যেমন:
Chair, Table
c) Person কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও।
Ans: Sentence-এর অন্তর্গত যেসব
Noun বা
Pronoun-কে
অবলম্বন করে
Verb-এর
কাজ
সম্পন্ন হয়ে
থাকে,
সেসব
Noun বা
Pronoun-কে
Person বলা
হয়।
Person বা
পুরুষ
তিন
প্রকার। যথা–
1. First Person যেমন:
I, We.
2. Second Person যেমন:
You, Your.
3. Third Person যেমন:
Samir, Sakib
d) Tense কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও।
ক্রিয়ার সংঘটনের সময়
বা
কালকে
Tense বলে।
Tense প্রধানত তিন
প্রকার। যথা
:
1. Present Tense (বর্তমান কাল)
যেমন:
I eat.
2. Past Tense (অতীত
কাল)
যেমন:
I ate.
3. Future Tense (ভবিষ্যৎ কাল)
যেমন:
I will eat.