01। নবি-রাসূলের কাজ কী ছিল?
ক. কুরআন মাজিদের হেফাজত করা
খ. মানুষকে কুরআন শিক্ষা দেওয়া
গ. মানুষকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করা
ঘ. শয়তানের প্ররোচনা থেকে মানুষকে রক্ষা করা
02। নিচের কোনটি একজন মুমিনের মধ্যে উপস্থিত?
ক. অসৎ পথে চলা
খ. মানুষের ক্ষতি করা
গ. অন্যায়ের পথে না চলা
ঘ. চোখকে কু-দৃষ্টি থেকে হেফাজত না করা
03। কারা পৃথিবীতে ইজ্জত ও সম্মানের সহিত জীবন অতিবাহিত করে?
ক. যাদের অধিক সম্পদ আছে খ. যারা দেখতে সুন্দর
গ. যারা উচ্চপদে অধিষ্ঠিত
ঘ. যারা আল্লাহর বিধান অনুসারে চলে
04। ইসলামের লক্ষ্য হলো-
ক. মানুষকে সম্পদশালী করা
খ. মানবজীবনের সুখ-শান্তি প্রতিষ্ঠা করা
গ. মানুষকে ইবাদতে অভ্যস্ত বান্দা হিসাবে তৈরি করা
ঘ. মানুষকে কিয়ামত সম্পর্কে অবহিত করা
05। নীরব সাহেব অন্তর থেকে আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করেন। পবিত্র কুরআনের আলোকে জীবন গড়েছেন এবং ইসলামের সব নিয়ম-কানুন মেনে চলেন। ইসলামের দৃষ্টিতে নীরব সাহেব একজন-
ক. ইমানদার ব্যক্তি
খ. আকিদা সম্পন্ন ব্যক্তি
গ. পরহেজগার ব্যক্তি
ঘ. তাকওয়া সম্পন্ন ব্যক্তি
06। একজন প্রকৃত মুসলিম অন্তরে কি পোষণ করেন?
ক. ইমান খ. আকিদা
গ. তাকওয়া ঘ. আল্লাহ ভীতি
07। ধর্মের দৃষ্টিতে বৈধ-অবৈধ বা হালাল-হারাম এবং জায়েজ না জায়েজ শিক্ষা সম্বলিত বিধি-বিধানকে কি বলে?
ক. ইমান খ. বিশুদ্ধ আকিদা
গ. তাকওয়া ঘ. শরিয়াত
08। আমরা কিভাবে জীবন গড়ব?
ক. নবিদের জীবনীর আলোকে খ. রাসূলদের আলোকে
গ. হাদিসের আলোকে ঘ. কুরআনের আলোকে
09। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও ভুল করে কেন?
ক. মাঝে মাঝে বুদ্ধিগুলো কাজ করে না বলে
খ. ভুল কাজের প্রতি মানুষের বেশি আকর্ষণ বলে
গ. ইচ্ছা করে
ঘ. শয়তানের প্ররোচনায় পড়ে
10। আল্লাহতায়ালা পবিত্র কুরআন নাজিল করেছেন কেন?
ক. অল্লাহর গৌরব প্রচারের জন্য
খ. সূরা শিক্ষা দেওয়ার জন্য
গ. নামাজ পড়ার জন্য
ঘ. আদর্শ জীবন গঠনের জন্য
11। আল্লাহ যুগে যুগে নবি-রাসূল প্রেরণ করেছেন কেন?
ক. অসহায় মানুষের সাহায্য করতে
খ. এতিমদের সাহায্য করতে
গ. যুদ্ধ বিগ্রহ থামাতে
ঘ. পথভ্রষ্টকে হেদায়েতের জন্য
12। ইসলামের লক্ষ্য হলো-
ক. মানুষকে সম্পদশালী করা
খ. মানব জীবনে সুখ-শান্তি প্রতিষ্ঠা করা
গ. মানুষকে ইবাদাতে অভ্যস্ত বান্দা হিসাবে তৈরি করা
ঘ. মানুষকে কিয়ামত সম্পর্কে অভিহিত করা
উত্তর : ২৩গ ২৪গ ২৫ঘ ২৬গ ২৭ক ২৮খ ২৯ঘ ৩০ঘ ৩১ঘ ৩২ঘ ৩৩ঘ ৩৪গ।