মাত্র চার মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে এসে ধোলাই হয়ে ফিরে গেল! একই সময়ে তারা ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নও বটে। দুই ফরম্যাট মিলিয়ে প্রথম দুই ওয়ানডে তারা জিততে পেরেছিল। দুই ফরম্যাট মিলিয়ে পরের চারটি ম্যাচে টানা হেরেছে ইংল্যান্ড। দেশটির সাবেক অধিনায়ক নাসের হুসেইন মনে করেন, এই সফরে ইংল্যান্ডের কাছ থেকে আরো একটু ‘সম্মান’ প্রাপ্য ছিল বাংলাদেশের।
দলের পূর্ণ বোলিং শক্তি নিয়েই বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। কিন্তু তাদের ব্যাটারদের মধ্যে ছিলেন না জেসন রয়, অ্যালেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন, স্যাম বিলিংস, লিয়াম ডসনরা। তারা সবাই এই সফর থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তা ছাড়া ইনজুরিতে থাকা উইল জ্যাকস আর টম অ্যাবেলের বদলি খেলোয়াড়ও তারা নেয়নি। এতে ইংলিশ দলের ব্যাটিংয়ের ভারসাম্য নষ্ট হয়েছে বলে মনে করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার নাসের হুসেইন।
স্কাই স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই সিরিজে অতিরিক্ত ব্যাটসম্যান না থাকাটা ভুল বার্তা দিয়েছে। আপনার জার্সিতে তিনটি সিংহের ছাপ আছে, আপনি ইংল্যান্ডের হয়ে খেলছেন। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের কিন্তু যথেষ্ট শ্রদ্ধাই প্রাপ্য। আমরা দলের ভারসাম্য তৈরি না করে যে ভবিষ্যতের বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি, এটাই চিন্তার বিষয়। সামনে যেসব ম্যাচ আছে, সেসবেও দৃষ্টি দেওয়া উচিত। না হলে এমন একটা বার্তা ছড়ায় যে, এখনকার খেলাগুলো গুরুত্বপূর্ণ নয়।’