চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখ থেকে হেরে বিদায় নেওয়া পিএসজি লীগে ওয়ানেও হোঁচট খেতে বসেছিল।ব্রেস্তের বিপক্ষে গতকাল ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ছিল ১-১ সমতায়।
তবে পিএসজিকে নিশ্চিত পয়েন্ট হারানো থেকে বাঁচালেন দলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। শেষ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে পিএসজির জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে।এই গোলেই ব্রেস্তেকে ঘরের মাঠে শনিবার রাতে ২-১ গোলে হারায় পিএসজি।
শেষের মতো প্রথম ভালো সুযোগটা পেয়েছিল পিএসজি-ই। চতুর্থ মিনিটে মেসির দুর্দান্ত ফ্লিকে গোলমুখে বল পেয়ে যান এমবাপে। ফরাসি ফরোয়ার্ডের শট ফেরে আশরাফ দারির গায়ে লেগে।
একের পর এক আক্রমণে স্বাগতিকদের উপর চাপ সৃষ্ঠি করা পিএসজি এগিয়ে যায় প্রথামর্ধেই।৩৭তম মিনিটে এমবাপের জোরালো শট ব্রেস্তে গোলরক্ষক জোত ফিরিয়ে দিলেও বক্সের ভেতর পেয়ে যান সলের। অরক্ষিত এই স্প্যানিশ মিডফিল্ডারের বুলেট গতির শট ক্রসবারের নিচের দিকে লেগে জড়ায় জালে।
অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে হলেও চ্যাম্পিয়নস লীগ হতাশার পর পাওয়া এই জয় স্বস্তি নিয়ে আসবে পিএসজি শিবিরে। এ জয়ে লিগ শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৬৬। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৫।