বাংলাদেশের রাজনীতি
প্রাণীত করে মোরে
রচিতে নতুন গীতী
আসা যাক আন্দোলনের গেরাতে
বিচ্ছিন্ন বিবদমান গোষ্টি
কে পেরেছিল সাজাতে
কে দিয়েছিলেন স্বীয় প্রাণ
ছিনিয়ে নিতে হিংস্র নখর হতে
সেটি ছিল একটি ত্রিশঙ্কু অধ্যায়
কেটেছে মুহুর্তগুলো জীবন মরণ আবর্তে
নই কি আমি স্বাক্ষী তার
নেতিবাচক ছিলে কোন পাতে
দ্বিতীয় অধ্যায় জানা আছে আমার
রক্তের দামে কেনা স্বাধীনতা
সইতে পরলি না তুই রাজাকার
স্বাধীনতা বিরোধি দুষমন
জোট বেধে আদাজল খেয়ে
ষড়যন্ত্র কুটকৌশল বিনাশ বিলক্ষণ
জাতির জনক করলো বিনাশন
সে এক নির্মম নির্দয় নারদীয় বিষ্ফোরণ
আমি চিনি তাদের গণতন্ত্রের খই মুখে যাদের
পোড়া মাটি আর গণতন্ত্রের বুলি
মুদ্রার এপিট আর ওপিট
মিথ্যা রচনায় পুথি কভার টু কভার
জানতে আর বাকী র’লো কৈ
রক্ত দিয়েছি, রক্ত দেব বাঁচাতে স্বাধীনতা
দলছুট বেইমানের চক্র
শুনেছি সারমেয় পুচ্ছ যা বরাবর বক্র
দেশের স্বাধীনতা মানতে আপত্তি কোথা
দেশের অগ্রগতি দেখে খুশি হয় কোমলমতি
মুল কথা দেশ এগিয়ে চলা…
সেদিনের নারদের দল
মা-বোনদের ইজ্জত লোটা দল
পাকি হানাদারদের দোশর অবাঞ্জিত বেজন্মা
জাতির পিতাকে খুন করলো, দেশনেত্রীর উপর আঘাত হানলো
প্রজন্মকে বিভ্রান্ত করলো ইতিহাস বদলে ফেললো
যেমনটা দেখতে পাই বিভ্রান্ত আদমের বংশ
ভ্রাতা খুন হয় ভ্রাতার হাতে
সর্বনাশী চেতনা ছড়িয়ে পড়লো পাতে পাতে
কথায় কথায় খুন রাহাজানি হোতাদের মোরা চিনি
যেমন শুভ শক্তি আর অশুভ
সমানে বহমান অদ্যাবধি
কেবল চিনে নিতে হবে
মন-মানসিকতা আর কর্মচাঞ্চল্যে
মানুষের কল্যাণে হলো যে মন্ত্রণা রচিত
নিশ্চয় রাখতে হবে তা স্বর্ণাক্ষরে খচিত
আর মানুষের অকল্যাণ বয়ে আনে যুগের হনুমান
বাঁচতে হবে থাকতে হবে সাবধান
খুনিদের মুখে আজ শুনতে পাই নতুন স্লোগান
এরাই ধরেছিল মেশিনগান যা হলো ইতিহাসের কালো অধ্যায়
বিরত হয় কি তারা ব্রতে আজ অবধি
চিহ্নিত খুনিরা কি করে যাচে গণসমর্থন
অরিজিনাল ইবলিসের পুনরাগমন
খোদাকে নিয়ে করে কচুকাটা
করে অযুত খন্ডন
বিভ্রান্ত বিনাশন মসিহের আগমন
ঐশি বিধান আদমের তরে পরিষ্কার উম্মোচন
তাকে নিয়েও ভাগাভাগি সৃষ্টি করে ডিনোমিনেশন
মূসা নবী যেমন দাবি করেছেন
আমাদের খোদা মাত্র একই খোদা
মসিহ খোলসা কররেন সেই অভিধা
ভাগাভাগি ছাড়াছাড়ি কেবল অযথা
ক্ষণিকের স্বার্থে করোনা তোমরা
ঐশি বিধান অন্যথা
দেশের কল্যাণ মানবের মুক্তি
জীবনের দামে স্বোপার্জিত স্বাধীনতা
পুত্রের মাঝেই থাকে চলমান