আমি মানুষের কবি
মানুষের মাঝে আমার বাস
ভাবনা চিন্তা যত মোর
রচি মানুষ নিয়ে সবই।
মানুষের কল্যাণ রচেন মেহেরবান
মানুষ বাঁচাতে করেন জীবন দান
বিশ^ চরাচর আমার নিরাকার
কিছুই জন্মায় নি তাঁকে ছাড়ি।
সুন্দরের মাঝে পরম সুন্দর
পেয়েছে সকলেই মাবুদের কদর
জীবন বায়ু অমিত শক্তি চলার গতি
অনুগ্রহে পাই মোরা ক্রমোন্বতি
কেবল মাবুদ হলেন মহাকবি।