Monday, September 1, 2025
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা
  • হোম
  • ই-সংখ্যা
  • অডিও বই
  • গান
  • সকল সংখ্যা
  • তথ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • বহির্বিশ্ব
  • সম্পাদকীয়
  • কিতাবুল মুক্কাদ্দাস
No Result
View All Result
  • হোম
  • ই-সংখ্যা
  • অডিও বই
  • গান
  • সকল সংখ্যা
  • তথ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • বহির্বিশ্ব
  • সম্পাদকীয়
  • কিতাবুল মুক্কাদ্দাস
No Result
View All Result
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা
No Result
View All Result

যেভাবে লড়াই করছেন যৌন হয়রানির বিরুদ্ধে জাপানের নারী রাজনীতিকেরা

alorfoara by alorfoara
March 8, 2023
in বহির্বিশ্ব, সংখ্যা ২৮ (০৪-০৩-২০২৩)
0
0
SHARES
Share on FacebookShare on Twitter

জাপানে টোকিওর একটি শহরের প্রথম নারী মেয়র সাতোকো কিশিমোতো। ২০২২ সালের জুনে টোকিওর সুগিনামি শহরের ইতিহাসে তিনি প্রথম নারী মেয়র নির্বাচিত হন। সাবেক পরিবেশকর্মী ও ডেমোক্রেসি আইনজীবী ৪৮ বছর বয়সী সাতোকো মাত্র ২০০ ভোটে রক্ষণশীল ক্ষমতাসীনকে পরাজিত করেন। কোনো অভিজ্ঞতা ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই জয় সবার জন্যই বিস্ময়ের ছিল।

সাতোকো টোকিওর প্রধান ২৩টি জেলার মাত্র ৩ জন নারী মেয়রের একজন। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দেশের পুরুষশাসিত রাজনীতিকে চ্যালেঞ্জ করার অঙ্গীকার করেন। সাতোকো কিশিমোতো বলেন, ‘রাজনীতিতে নারীদের এই নিম্নপ্রতিনিধিত্বকে জাতীয় সংকট হিসেবে স্বীকৃতি দিতে হবে। ৭৫ বছর ধরে নারীদের প্রতিনিধিত্ব প্রায় একই অবস্থায় আছে। এটা আশ্চর্যজনক!’

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। তবে লিঙ্গব্যবধানের সূচকের ক্ষেত্রে এর অবস্থান অনেক নিচে। গত বছরের জুলাই মাসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, লিঙ্গব্যবধানের সূচকে ১৪৬টি দেশের মধ্যে জাপানের অবস্থান ১১৬।

জেন্ডার ইস্যুতে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যেও জাপানের অবস্থান খুব একটা ভালো নয়। দেশটিতে কোনো দিন নারী প্রধানমন্ত্রী ছিলেন না। আর বর্তমান মন্ত্রিসভায় মাত্র দুজন নারী সদস্য আছেন। দেশটির রাজনীতিতে যেসব নারী আছেন, তাঁরা প্রতিনিয়ত যৌন হয়রানি ও লিঙ্গবৈষম্যের শিকার হচ্ছেন।

সাতোকো কিশিমোতোর দাপ্তরিক কাজে যাতায়াতের বাহন হলো সাইকেল। তিনি সাইকেল চালিয়ে সুগিনামি সিটি হল ভবনে যাতায়াত করেন। জাপানের রাজনীতিকদের জন্য এ দৃশ্য কিছুটা অস্বাভাবিক। কাজের শুরুর দিকটা মোটেও মসৃণ ছিল না তাঁর।


সাতোকো বলেন, ‘একজন তরুণী হিসেবে (এই কাজ) স্বয়ংক্রিয়ভাবে কঠিন। আমি আমলাতন্ত্রের মানুষ নই, আমি রাজনীতিকও নই। তবে আমি যখন কথা বলি, মানুষ শোনেন। কিন্তু মানুষকে এত সহজে বিশ্বাস করানো কঠিন।’ তিনি মূলত মানুষ বলতে তাঁর সঙ্গে কাজ করা পুরুষ সহযোগীদের বুঝিয়েছেন। তাঁর নিজের জেলায় মেয়র ছাড়া জ্যেষ্ঠ রাজনৈতিক পদের অধিকাংশই পুরুষের হাতে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, বৈচিত্র্য, লিঙ্গসমতার মতো বিষয়গুলোকে বয়স্কদের রাজনীতি ও তরুণদের ক্লাব রাজনীতির মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা তাঁর ও সহকর্মীদের জন্য হতাশার বিষয়। তিনি আরও বলেন, ‘আমি রাজনীতি নিয়ে সত্যিই বিতর্ক করতে চাই। কিন্তু সিটি কাউন্সিলে সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণে (অনেক) সময় নষ্ট হয়।’

এ সমালোচনার বেশির ভাগই সাতোকোর লিঙ্গভিত্তিক যোগ্যতা নিয়ে। যদিও এসব বিষয়ে তাঁর প্রাসঙ্গিক কোনো অভিজ্ঞতা নেই। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। গত ২০ বছর তিনি ইউরোপে ছিলেন। সাতোকো কিশিমোতো এটা অকপটে স্বীকার করে বলেন, তিনি বহিরাগত। কিন্তু এটাই তাঁর শক্তি। তিনি বলেন, ‘আমার অন্য কিছু আছে। আমি দূর থেকে জাপানের সমাজকে দেখেছি। আন্তর্জাতিক চোখ জাপানের চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে দেখার সুযোগ করে দিয়েছে। কিন্তু এখানে এসে সেসব পরিবর্তনের জন্য যখন কাজ করি, তখন হতাশ হয়ে যাই।’

তামোমি হিগাশি, টোকিওর মাচিদা জেলার কাউন্সিল সদস্য

জাপানের প্রথাগত সামাজিক নিয়ম এখনো নারীরা সংসারের যত্নআত্তি ও গৃহস্থালির কাজ করবে বলে প্রত্যাশা করে। এ কারণে নারীদের রাজনীতিতে ক্যারিয়ার গঠন করা খুবই কঠিন বলে মনে করেন সাতোকো। রাজনীতিতে যেসব নারী সাহস নিয়ে কাজ করে যাচ্ছেন, তাঁরা প্রায় সময় দুর্ব্যবহার ও হয়রানির মুখোমুখি হন বলে তাঁকে জানিয়েছেন।

তেমনি একজন টোকিওর মাচিদা জেলার কাউন্সিল সদস্য তামোমি হিগাশি। সম্প্রতি তিনি দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, ‘শারীরিক হয়রানির কারণে আমি সবচেয়ে বেশি বিস্মিত হয়েছি। নির্বাচনী প্রচারণার শুরুর দিকে আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম। এতে খুব আঘাত পেয়েছি।’

তামোমি হিগাশি আরও বলেন, ‘বয়স্ক পুরুষদের দ্বারা অপমান করা হচ্ছে। (পুরুষ) আমার খুব কাছে এসে বক্তব্য বাধাগ্রস্ত করছে। মধ্যরাতে পানীয় খেতে যেতে বলা হচ্ছে। তখন আমি সত্যিই পুরুষশাসিত সমাজ অনুভব করেছি। মূলত এটা ছিল আমার জন্য জেগে ওঠার আহ্বান।’

স্থানীয় নারী রাজনীতিক, আইনজীবী ও গবেষকেরা রাজনীতিতে থাকা নারীদের জন্য হয়রানি পরামর্শকেন্দ্র নামে একটি ওয়েবসাইট চালু করেছেন। এ দলে তামোমি হিগাশি যোগ দিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তাঁদের গোপন অনলাইন সেশনগুলো নারীদের রাজনীতিতে আসার ক্ষেত্রে নিরাপত্তা দেবে।


রাজনীতিগবেষক ও এই ওয়েবসাইটের একজন প্রতিষ্ঠাতা মারি হামাদা বলেন, যদিও অনেক জরিপে নারী রাজনীতিকদের হয়রানির ব্যাপক তথ্য পাওয়া যায়। তবে এর সঠিক সংখ্যা পাওয়া খুব কঠিন। কারণ, অধিকাংশ নারীই এসব বিষয়ে নিয়ে কথা বলতে চান না। জাপানে রাজনীতিকদের বিশেষ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে তাঁদের হয়রানি সহ্য করতে বলা হয়।

এই ওয়েবসাইটের আরেকজন প্রতিষ্ঠাতা হলেন মানা তামুরা। গত বছর তিনি স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনী প্রচারের সময় তাঁকে তাঁর তিন বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

মানা তামুরা বলেন, ‘আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারি, তার হাত ধরতে পারিনি। আমাকে বলা হয়েছিল, এটা নিয়মের পরিপন্থী। আমি যখন নির্বাচনী প্রচারে পথে পথে হাঁটছি, তখন অনেকেই বলেছেন, “তুমি কি সন্তান জন্ম দাওনি?” এসব শুনে দল থেকে আমাকে হট্টগোল না করার জন্য বলা হয়েছিল। তখন আমার মনে হয়েছিল, এটা আমারই দোষ।’

জাপানের সংবাদ সংস্থা কিয়োদোর সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, নারী রাজনীতিক ও নেতাদের তাঁদের পুরুষ সহযোগীদের তুলনায় লিঙ্গবৈষম্য ও যৌন হয়রানির শিকার হওয়ার আশঙ্কা বেশি।

নারীদের রাজনীতিতে আসতে উৎসাহিত না করায় দেশটির সরকার প্রায় সময় সমালোচিত হয়েছে। কেউ কেউ যুক্তি দিয়েছেন যে পুরুষশাসিত মন্ত্রিসভা ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মূলত এই সমস্যার জন্য দায়ী।

জাপানে ১৯৫৫ সাল থেকে এলিডিপি প্রায় নিরবচ্ছিন্নভাবেই দেশটির ক্ষমতায় আছে। ২০২১ সালে দলটি পাঁচজন নারী আইনপ্রণেতাকে বোর্ড মিটিংয়ে যোগদানের অনুমতি দেওয়ার প্রস্তাব করে। তবে শর্ত ছিল, বোর্ড মিটিংয়ে নারী সদস্যেরা কোনো কথা বলতে পারবেন না।

টোকিও অলিম্পিকের সাবেক প্রধান ইয়োশিরো মোরি চলতি সহস্রাব্দের শুরুতে অল্প দিনের জন্য দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নারী সদস্যদের নিয়ে তাঁর যৌনতাকেন্দ্রিক মন্তব্য করার পরেই বোর্ড মিটিংয়ে নারী আইনপ্রণেতাদের যোগদানের বিষয়ে এলডিপি ওই প্রস্তাব করেছিল।

ইয়োশিরো মোরি সে সময় বলেছিলেন, নারীরা খুব বেশি কথা বলেন। বোর্ডের নারী পরিচালকদের সঙ্গে বৈঠক করলে ‘অনেক সময় লাগে’। পরে তিনি এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।

মেয়র সাতোকো কিশিমোতো বলেন, জাপানে লিঙ্গবৈষম্যের ক্ষেত্রে বর্তমান অবস্থার জন্য এলডিপি দায়ী। বিষয়টিকে তারা অগ্রাধিকার দেয়নি, রাজনৈতিক সদিচ্ছাও নেই। এটা খুবই বিব্রতকর। তবে তিনি এ কারণে শুধু ক্ষমতাসীন দলকেই দোষারোপ করেননি, বরং ভোটারদেরও দোষারোপ করেছেন। কারণ, ভোটাররাই এত দিন ধরে এই দলকে ক্ষমতায় রেখেছেন।

সাতোকো বলেন, এত জটিলতা থাকা সত্ত্বেও তিনি এখনো আশাবাদী যে জাপানে একদিন নারী নেতাও আসবেন। তবে এটা অদূর ভবিষ্যতে হবে কি না, তা তিনি জানেন না। তিনি বলেন, ‘আমি আশাবাদী। আমরা আর খারাপ পরিস্থিতির দিকে যাব না। এ থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সামনে এগিয়ে যাওয়া।
ShareTweet
Next Post

ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ভবন, প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

  • Amy1660 on ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
  • Valerie2737 on ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
  • Haven4448 on ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

Recent News

সৌদি আরবে আকস্মিক বন্যা, ভেসে গেল কয়েকটি গাড়ি

সৌদি আরবে আকস্মিক বন্যা, ভেসে গেল কয়েকটি গাড়ি

September 1, 2025
বৃদ্ধাকে মারধর পুত্রবধূর, আছাড় মারলেন ছেলেও

বৃদ্ধাকে মারধর পুত্রবধূর, আছাড় মারলেন ছেলেও

September 1, 2025
  • ১ করিন্থীয়
  • ২ করিন্থীয়
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
  • Sample Page
  • অজানাকে জানা
  • অডিও বই
  • অভিযান
  • আমরা কীভাবে প্রার্থনা করি?
  • আলোর দিশারী
  • আলোর ফোয়ারা
  • আলোর যাত্রী
  • ই-সংখ্যা
  • ইউহোন্না
  • কিতাবুল মুক্কাদ্দাস
  • ক্যাটাগরি
  • খো-ই-মহব্বত্
  • খোদার নাজাত আপনার জন্যও প্রস্তুত
  • গান
  • গালাতীয়
  • জীবন দাতা
  • জীবনের আহবান- ৩
  • জীবনের আহবান-১
  • জীবনের আহবান-২
  • জীবনের আহবান-৪
  • দৃষ্টি খুলে দাও
  • নাজাত লাভের উপায় কী?- ১
  • নাজাত লাভের উপায় কী?- ২
  • নিবেদন
  • নূরের প্রদীপ
  • প্রশংসা গীত (কোরাস্)
  • প্রেরিত
  • বিজয়
  • বিমূর্ত প্রেম
  • মথি
  • মসীহ্ সম্বন্ধে আপনি কি চিন্তা করেন?
  • মার্ক
  • ম্যাগাজিন
  • যোগাযোগ
  • রোমীয়
  • লূক
  • সকল সংখ্যা
  • সম্পাদকীয়
  • সেতু

দি সাপ্তাহিক আলোর ফোয়ারা

No Result
View All Result
  • ১ করিন্থীয়
  • ২ করিন্থীয়
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
  • Sample Page
  • অজানাকে জানা
  • অডিও বই
  • অভিযান
  • আমরা কীভাবে প্রার্থনা করি?
  • আলোর দিশারী
  • আলোর ফোয়ারা
  • আলোর যাত্রী
  • ই-সংখ্যা
  • ইউহোন্না
  • কিতাবুল মুক্কাদ্দাস
  • ক্যাটাগরি
  • খো-ই-মহব্বত্
  • খোদার নাজাত আপনার জন্যও প্রস্তুত
  • গান
  • গালাতীয়
  • জীবন দাতা
  • জীবনের আহবান- ৩
  • জীবনের আহবান-১
  • জীবনের আহবান-২
  • জীবনের আহবান-৪
  • দৃষ্টি খুলে দাও
  • নাজাত লাভের উপায় কী?- ১
  • নাজাত লাভের উপায় কী?- ২
  • নিবেদন
  • নূরের প্রদীপ
  • প্রশংসা গীত (কোরাস্)
  • প্রেরিত
  • বিজয়
  • বিমূর্ত প্রেম
  • মথি
  • মসীহ্ সম্বন্ধে আপনি কি চিন্তা করেন?
  • মার্ক
  • ম্যাগাজিন
  • যোগাযোগ
  • রোমীয়
  • লূক
  • সকল সংখ্যা
  • সম্পাদকীয়
  • সেতু

দি সাপ্তাহিক আলোর ফোয়ারা