কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দুই হাজারের বেশি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘর ছাড়া হয়েছেন প্রায় ১২ হাজার রোহিঙ্গা।
এ দিকে, আগুন লাগিয়ে দেয়া দুবৃর্ত্ত সন্দেহে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন।
রবিবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ৯, ১০, ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ফায়ার
সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই হাজারের
কাছাকাছি ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এটি নিশ্চিত করে বলতে সময়
লাগবে।
২০২১ সালে ২২ মার্চ একই ক্যাম্পসহ পার্শ্ববর্তী তিনটি ক্যাম্পে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় আগুনে দশ হাজারেরও বেশি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ৪০ হাজার রোহিঙ্গা সদস্য গৃহহারা হয়েছিল। এছাড়া দগ্ধ হয়ে দুই শিশুসহ ১৫ জন রোহিঙ্গা মারা যায়।