প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
১। শ্রেণিবিন্যাস করার ক্ষেত্রে যেসব প্রাণীর উপপর্ব জানতে হয় সেগুলো হলো-
i. ব্যাঙ, সাপ ii. মানুষ, মাছ iii. বানর, কেঁচো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii
২। কোনটি সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য?
ক) প্রাথমিক অবস্থায় নটোকর্ড থাকে
√খ) সারা জীবন নটোকর্ড থাকে
গ) প্রাথমিক অবস্থায় মেরুদণ্ড থাকে
ঘ) সারা জীবন মেরুদণ্ড থাকে
৩। দ্বিস্তর প্রাণী কোনটি?
ক) ফিতাকৃমি খ) স্কাইফা
√গ) ওবিলিয়া ঘ) গোলকৃমি
৪। কোনটি অন্তঃপরজীবী?
ক) উকুন √খ) গোলকৃমি গ) ব্রাঙ্কিওস্টোমা ঘ) আটুলি
৫। সরলতম বহুকোষী প্রাণী কোনটি?
ক) হাইড্রা খ) যকৃত কৃমি গ) গোলকৃমি √ঘ) স্পনজিলা
৬। সমুদ্রশসা কোন পর্বের প্রাণী?
ক) নিডারিয়া খ) মোলাস্কা
√গ) একাইনোডার্মাটা ঘ) কর্ডাটা
৭। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে আদি প্রকৃতির শ্রেণি কোনটি?
ক) কন্ড্রিকথিস √খ) সাইক্লোস্টামাটা
গ) অস্টিক্থিস ঘ) রেপটালিয়া
৮। পুঞ্জাক্ষী হিমোসিল কোন পর্বে পাওয়া যায়?
ক) অ্যানেলিডা খ) মোলাস্কা
√গ) আর্থ্রোপোডা ঘ) পরিফেরা
৯। সব ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়-
√ক) অঙ্গ খ) তন্ত্র গ) কোষ ঘ) দেহ
১০। ওবেলিয়ার বৈশিষ্ট্য?
i. সিলেন্টেরন ii. নিডোব্লাস্ট কোষ iii. শিখা কোষ
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। মৎস্যকুলের অন্তর্ভুক্ত-
i. কন্ড্রিকথিস ii. অস্টিকথিস iii. সাইক্লোস্টেমাটা
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। কোন পর্বের প্রাণীরা অন্তঃ ও বহিঃ পরজীবী?
√ক) নেমাটেডা খ) প্লাটিহেলমিনথিস
গ) আর্থোপোডা ঘ) মলাস্কা
১৩। নিচের কোনটি সঠিক নয়?
ক) হাইড্রার আত্মরক্ষার কোষ : নিডোব্লাস্ট কোষ
খ) ফিতা কৃমির রেচন অঙ্গ : শিখা কোষ
গ) কেঁচোর রেচন অঙ্গ : নেফ্রিডিয়া
√ঘ) আরশোলার রেচন অঙ্গ : হিমোসিল
১৪। ত্বক ভেজা ও গ্রন্থিযুক্ত কোনটির?
ক) রুইমাছ খ) কুমির √গ) কুনোব্যাঙ ঘ) কাক
১৫। দোয়েল পাখি ও উট উভয়ে-
i. শীতল রক্তের প্রাণী ii. উষ্ণ রক্তের প্রাণী
iii. মেরুদণ্ডী প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। ফাইলেরিয়া কৃমি মানুষের কোথায় বাস করে-
ক) ফুসফুসে খ) পাকস্থলীতে গ) চোখে √ঘ) রক্তে
১৭। কোন প্রাণীতে পানি সংবহনতন্ত্র বিদ্যমান?
ক) রেশম পোকা √খ) তারা মাছ গ) শামুক ঘ) হাইড্রা
১৮। সব কর্ডাটা পর্বের প্রাণীরা মেরুদণ্ডী হয় না কেন?
ক) এদের নটোকর্ড বিকৃত হয়ে যায় বলে
খ) এদের নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয় না বলে
গ) এদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় বলে
√ঘ) এদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না বলে