পাকিস্তানের ইসলামাবাদের একটি দায়রা আদালত পিটিআই প্রধান ও পাকিন্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তোশাখানা মামলার শুনানিতে অব্যাহত অনুপস্থিতির কারণে ইসলামাবাদ সেশন কোর্ট এই রায় দেয় ।
এর কয়েক ঘণ্টা আগে, তিনি নিষিদ্ধ তহবিল এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত আরও দুটি মামলায় জামিন পান। সেসময় তিনি ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে বিপুল সংখ্যক দলীয় কর্মীদের সঙ্গে আদালতে হাজির হয়েছিলেন।
মঙ্গলবার ইসলামাবাদে চারটি ভিন্ন ভিন্ন মামলায় তার ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার কথা ছিল। এর মধ্যে তোশাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করার কথা ছিল। কিন্তু তার আইনজীবী আদালতকে অনুরোধ করেছিলেন যে তাকে আজ যাতে শুনানি থেকে অব্যাহতি দেওয়া হয়। কারণ তাকে আরও কয়েকটি আদালতে হাজির হতে হবে। এর আগে দুইবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল শুনানি ৭ মার্চ পর্যন্ত মুলতবি করে রেখেছেন।
পিএমএল-এন-এর মহসিন রাঞ্জাকে ২১শে অক্টোবর কনস্টিটিউশন অ্যাভিনিউতে ইসিপি-র বাইরে একজন কেপি পুলিশ সদস্য গুলি করে। মহসিন রাঞ্জা অভিযোগ দায়ের করেন , পুলিশ সদস্যটি ইমরানের নির্দেশে তার জীবনের নেওয়ার চেষ্টা করে। এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয় । একজন পিটিআই আইন প্রণেতা এবং তার দুই পুলিশ প্রহরী।