আমেরিকার ওয়াশিংটনে এক সড়ক দুর্ঘটনায় মুহিত ইসলাম (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিত। পরিবারের সদস্যরা জানান, মুহিত গত ২২ ফেব্রুয়ারি সেখানে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।
মুহিত রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাউজান পৌর ৮নং ওয়ার্ডের আবদুল মালেক পোস্ট মাস্টার বাড়ির বাসিন্দা আবু মাসুদ আজাদের একমাত্র সন্তান।জানা যায়, গত বছর মুহিত উচ্চশিক্ষার জন্য আমেরিকা গিয়েছিলেন।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা