জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন-‘বই হচ্ছে মানুষের প্রেমের অংশ। বই পাঠ করার মাধ্যমে মানুষ যখন জ্ঞানের পরিধিকে সম্মৃদ্ধ করে; তেমনি নিজেকে উৎসাহিত হওয়ার মাধ্যমে বই কিনতে আগ্রহী হয়। আর বই পড়াশোনার মাধ্যমেই মানুষের যে মানবিক প্রেম- সেটা কিন্তু প্রতিষ্ঠা পায়। মঙ্গলবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী চলা অমর একুশে বইমেলা এবং ভাষা উৎসব-২০২৩ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বইমেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ আরও বলেন, সরকার আসবে সরকার যাবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটি চলমান প্রক্রিয়া। কিন্তু বই মেলার এই উদ্যোগটা যেন চলমান থাকে সেদিকে যেন সকলের নজর থাকে। কারণ এই বইমেলায় তরুণ তরুণী কিশোর-কিশোরীসহ সকল বয়সের মানুষের সমাগম ঘটে। এ বই মেলার মাধ্যমে তারা শিখবে আরও জানবে। বই কিনতে আরও উৎসাহবোধ করবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী এ বছর বইমেলা করার যে উদ্যোগ নিয়েছেন তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন ৩ দিনব্যাপী শ্রীমঙ্গলে এই বইমেলার আয়োজন করে।