আজ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
অনুষ্ঠিত হয়ে গেলো ‘বর্ণমেলা’। বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের
গৌরবগাঁথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া
কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় এই মেলা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় শুরু হওয়া এই মেলায় হামাগুড়ি দেওয়া
শিশু থেকে শুরু করে সব বয়সের শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল।
সকাল থেকে বাবা-মায়ের সঙ্গে শিশুরা মেলায় আসতে শুরু করে। শিশুদের পদচারণায়
বেশ মুখরিত ছিল এই মেলা। বিকাল সাড়ে ৪ টায় এই মেলা শেষ হয়।
ক্ষুদে শিশুদের হাতখড়ি, বর্ণ প্রদর্শনী, চিত্রাঙ্কনসহ ভিন্নধর্মী আয়োজন করা
হয় এই মেলায়। বাংলা বর্ণ নিয়ে সৃজনশীল এই অনুষ্ঠান জাতীয় সংগীতের মধ্য
দিয়ে শুরু হয়। শিশুদের পাঠানো বর্ণ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
একইসঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা।
আয়োজনে চিত্রাঙ্কন ছাড়াও শিশুদের জন্য সিসিমপুর, জলপুতুলের পাপেট শো,
শিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা ও পুলক অধিকারীর গান, অর্জুন চক্রবর্তীর
আবৃত্তি, জাদুশিল্পী রাজীব বসাকের পরিবেশনা ছিল।
পাশাপাশি আয়োজন ছিল বায়োস্কোপের। শিশুরা বায়োস্কোপে আনন্দ উপভোগ করে।
মাঠের মাঝখানে বাসানো হয় বিশাল আকৃতির ‘মা’ শব্দ। শিশুরা হাতের ছাপে শব্দটি সাজিয়ে তুলে শব্দটি। এছাড়া শিশুদের জন্য ছিল খেলাধুলার ব্যবস্থা। দিনভর আনন্দে মেতে ওঠে শিশুরা।
মঞ্চে নৃত্য পরিবেশন ও সংগীত পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া বর্ণমেলা আয়োজনের অংশ গানের প্রতিযোগিতার সেরা ১০ জন গেয়েছিল অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি।