লগ্ন নিয়ে মগ্ন
তাদেরই মানায় যারা
রয়েছে আধারে নিমগ্ন
পলে পলে যাচ্ছে চলে
ভজিছ যাদের দেবতাচ্ছলে
মহাকালের আবর্তে
ডুবে গেছে তারা
কেমনে রাখবে তোমায় তুলে
দেবতাদের দেবতা
যাকে মানা হয় খোদ নির্মাতা
অনন্ত অসীম প্রেমময় যিনি
কেবল প্রেমের তাগিদে
নিয়ত আলাপ চলছে
দুজন দুজনা
মধ্যাহ্ন অথবা মধ্যরাত
চন্দ্র সূর্য্য গ্রহ নক্ষত্র
অতীত বা বর্তমান
সৃষ্টির কিছুই ক্ষমতাধর নয়
আমাদের সখ্যতা করে কুপোকাত
মহানায়ক জুড়ে নিলেন আমায়
দেবসারথি আমি
কেবল তাঁরই দয়ার