যেহেতু ধর্ম বা ধার্মিকতা কোনো পার্থিব বস্তুর মধ্যে লুকায়িত ও নিহিত থাকে না, সে সুবাদে প্রচলিত ধর্ম ও আনুষ্ঠানিকতাগুলো কেবল বাণিজ্যিক কর্মকান্ডের মধ্যেই রয়েছে সীমাবদ্ধ।
খোদা হলেন ধার্মিক ও ধার্মিকতার উৎস। গোটা বিশ্ববাসি চরমভাবে পতিত। চাই তাদের একজন বেগুনাহ নাজাতদাতা, যিনি মানুষকে রক্ষা করার জন্য চুড়ান্ত মূল্য দিতে রাজি থাকবেন ও অন্যদিকে থাকতে হবে তার শতভাগ পবিত্রতা। তাকে হতে হবে খোদার মত পূতপবিত্র, থাকতে হবে তার ঐশি পরাক্রম প্রজ্ঞা ও সার্বিক ক্ষমতা। হতে পারবেন না তিনি পক্ষপাত দোষে দুষ্ট। জন্মসূত্রে তথা কর্ম জীবনে তিনি থাকবেন সম্পূর্ণ বেগুনাহ, তার ধমনিতে বহমান রক্ত আদমের কলুষিত রক্ত হলে চলবে না, তাঁকে হতে হবে পাকরূহ ও পাককালামের প্রকাশ, তিনি হবে ঐশি মেষ যিনি সম্পূর্ণ উপযুক্ত গোটা বিশ্বের পাপের কাফফারা পরিশোধ দিতে।
যুদ্ধ বিগ্রহ, খুনাখুনি, নিজ হস্তে মানব নিধন যে করেছে তাকে কোন যুক্তিতে আমরা ঐশি মেষের সাথে তুলনা করবো? সকল সুন্দর বর্ণনার সমর্থনে থাকতে হবে নিরেট সত্য সুন্দর ও বাস্তবতা। আদমের পতনের পরবর্তী সময়ে তার ঔরষজাত কোনো ব্যক্তির চরিত্রে তেমনটা দেখা যায় নি এবং তা প্রত্যাশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।
চাটুকারদের কুটচাল থেকে বেরিয়ে আসুন, তাদের আশপাশ থেকে মুক্তির আগ্রহ যদি থাকে তবে আপনি যেখানে যে অবস্থায়ই থাকেন না কেন, কোনো ভয় নেই, মনে মনে বিশ্বাসে মসিহকে স্মরণ করুন, তাৎক্ষণিক তিনি ছুটে আসবেন আপনার কাছে। তিনি আপনাকে আমাকে অতীব মহব্বত করেন। সর্বপ্রকার চক্রান্তের মধ্যেও অদ্যাবধি আমরা বেঁচে আছি কেবল তাঁরই অপার কৃপায়। তিনি তো প্রতিজ্ঞা করেছেন, বেহেশতের, আসমানের অথবা জমিনের কোনো অপশক্তি মসিহের কাছে আশ্রয়প্রাপ্ত সন্তানদের ছিনিয়ে নিতে পারবে না। মসিহ সদা-সর্বদা তাদের হেফাজত করে চলছেন। তাদের চলার পথ সহজগম্য করে রাখছেন যেন তারা জগতের স্তুপিকৃত অন্ধকার, কুশিক্ষা, কুসংস্কার, হানাহানি, কাটাকাটি পাপের যাবতীয় প্রভাব বলয় থেকে তার সন্তানদের দেদীপ্যমান আলোর মত জ্বালিয়ে রাখতে পারেন।
আজ আমাদের আশু করনীয় কর্তব্য হলো, সকল ঈমানদার ভাইবোন মিলেমিশে একযোগে মসিহের নূরের সাহায্যে অভিশপ্ত ইবলিসের ক্রীত অমানিশা দূর করে দেই। মসিহ রয়েছেন আমাদের সাথে, ভয় পাবো কাকে!
খোদা হলেন ধার্মিক ও ধার্মিকতার উৎস। গোটা বিশ্ববাসি চরমভাবে পতিত। চাই তাদের একজন বেগুনাহ নাজাতদাতা, যিনি মানুষকে রক্ষা করার জন্য চুড়ান্ত মূল্য দিতে রাজি থাকবেন ও অন্যদিকে থাকতে হবে তার শতভাগ পবিত্রতা। তাকে হতে হবে খোদার মত পূতপবিত্র, থাকতে হবে তার ঐশি পরাক্রম প্রজ্ঞা ও সার্বিক ক্ষমতা। হতে পারবেন না তিনি পক্ষপাত দোষে দুষ্ট। জন্মসূত্রে তথা কর্ম জীবনে তিনি থাকবেন সম্পূর্ণ বেগুনাহ, তার ধমনিতে বহমান রক্ত আদমের কলুষিত রক্ত হলে চলবে না, তাঁকে হতে হবে পাকরূহ ও পাককালামের প্রকাশ, তিনি হবে ঐশি মেষ যিনি সম্পূর্ণ উপযুক্ত গোটা বিশ্বের পাপের কাফফারা পরিশোধ দিতে।
যুদ্ধ বিগ্রহ, খুনাখুনি, নিজ হস্তে মানব নিধন যে করেছে তাকে কোন যুক্তিতে আমরা ঐশি মেষের সাথে তুলনা করবো? সকল সুন্দর বর্ণনার সমর্থনে থাকতে হবে নিরেট সত্য সুন্দর ও বাস্তবতা। আদমের পতনের পরবর্তী সময়ে তার ঔরষজাত কোনো ব্যক্তির চরিত্রে তেমনটা দেখা যায় নি এবং তা প্রত্যাশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।
চাটুকারদের কুটচাল থেকে বেরিয়ে আসুন, তাদের আশপাশ থেকে মুক্তির আগ্রহ যদি থাকে তবে আপনি যেখানে যে অবস্থায়ই থাকেন না কেন, কোনো ভয় নেই, মনে মনে বিশ্বাসে মসিহকে স্মরণ করুন, তাৎক্ষণিক তিনি ছুটে আসবেন আপনার কাছে। তিনি আপনাকে আমাকে অতীব মহব্বত করেন। সর্বপ্রকার চক্রান্তের মধ্যেও অদ্যাবধি আমরা বেঁচে আছি কেবল তাঁরই অপার কৃপায়। তিনি তো প্রতিজ্ঞা করেছেন, বেহেশতের, আসমানের অথবা জমিনের কোনো অপশক্তি মসিহের কাছে আশ্রয়প্রাপ্ত সন্তানদের ছিনিয়ে নিতে পারবে না। মসিহ সদা-সর্বদা তাদের হেফাজত করে চলছেন। তাদের চলার পথ সহজগম্য করে রাখছেন যেন তারা জগতের স্তুপিকৃত অন্ধকার, কুশিক্ষা, কুসংস্কার, হানাহানি, কাটাকাটি পাপের যাবতীয় প্রভাব বলয় থেকে তার সন্তানদের দেদীপ্যমান আলোর মত জ্বালিয়ে রাখতে পারেন।
আজ আমাদের আশু করনীয় কর্তব্য হলো, সকল ঈমানদার ভাইবোন মিলেমিশে একযোগে মসিহের নূরের সাহায্যে অভিশপ্ত ইবলিসের ক্রীত অমানিশা দূর করে দেই। মসিহ রয়েছেন আমাদের সাথে, ভয় পাবো কাকে!