কবরের লাশ তুলে
বিচার করবে না
তবে লাশের দুর্গন্ধ
নাকে জড়াবে না
মৃত ব্যক্তির হিসেব নিকেশ
ওখানেই সমাপ্ত
সান্ত্বনা দেব মনে
হবো না তাহে ক্ষিপ্ত
খোদার পরিচয়
কেবল রুহানি সত্তায়
ফলের কার্যকারিতা
পাবে না খোলায়
প্রেম পত্র প্রেমে পুষ্ট
আনপড় ব্যক্তি নয় তাতে তুষ্ট
অজ্ঞতা অশিক্ষা
বিষফোড়া সম
মর্মে মর্মে পোড়ে
জানেনা নিরীক্ষা
খোদার পরিচয়
প্রেমে পাবে
নারদের ছোয়ায়
রক্ত ঝরে
জীবন বাচাতে
জীবন দাতা
নারদ ঘোষিছে
বিপরীত কথা
জাতি ধর্ম বর্ণ প্রথা
একই আদমের বংশগাথা
বিগড়ে যখন পাপের ফলে
কুল মান গেল অযথা
মানুষ মানুষের স্বজন
কথাটা ঘোষিছে নিরঞ্জন
কুলটা ইবলিসের প্রভাবে পড়ে
বনলো ভ্রাত্রীঘাতি দুজন
সত্য ও পবিত্র যদি
শতভাগ পেতে চাও
মানবরূপী কালামপাক
কালেমাতুল্লাহ দেখে নাও
আদম থেকে অদ্যাবধি
একই অক্সিজেন নিরবধি
নতুবা বাঁচবে কে বলো
পরনে নামাবলি অগোনা উপাধি
বিচার করবে না
তবে লাশের দুর্গন্ধ
নাকে জড়াবে না
মৃত ব্যক্তির হিসেব নিকেশ
ওখানেই সমাপ্ত
সান্ত্বনা দেব মনে
হবো না তাহে ক্ষিপ্ত
খোদার পরিচয়
কেবল রুহানি সত্তায়
ফলের কার্যকারিতা
পাবে না খোলায়
প্রেম পত্র প্রেমে পুষ্ট
আনপড় ব্যক্তি নয় তাতে তুষ্ট
অজ্ঞতা অশিক্ষা
বিষফোড়া সম
মর্মে মর্মে পোড়ে
জানেনা নিরীক্ষা
খোদার পরিচয়
প্রেমে পাবে
নারদের ছোয়ায়
রক্ত ঝরে
জীবন বাচাতে
জীবন দাতা
নারদ ঘোষিছে
বিপরীত কথা
জাতি ধর্ম বর্ণ প্রথা
একই আদমের বংশগাথা
বিগড়ে যখন পাপের ফলে
কুল মান গেল অযথা
মানুষ মানুষের স্বজন
কথাটা ঘোষিছে নিরঞ্জন
কুলটা ইবলিসের প্রভাবে পড়ে
বনলো ভ্রাত্রীঘাতি দুজন
সত্য ও পবিত্র যদি
শতভাগ পেতে চাও
মানবরূপী কালামপাক
কালেমাতুল্লাহ দেখে নাও
আদম থেকে অদ্যাবধি
একই অক্সিজেন নিরবধি
নতুবা বাঁচবে কে বলো
পরনে নামাবলি অগোনা উপাধি