পরম করুনাময় আল্লাহপাকের মনোবাসনা তার সুরতে সৃষ্ট আশরাফুল মাখলুকাত আদম সন্তান সকলেই যেন বেহেশতবাসী হতে পারে এবং তাঁর একান্ত সান্বিদ্ধে অনন্তকাল বসবাস করে। কিন্তু অভিশপ্ত ইবলিসের কুটচক্র হলো মানুষের জীবনে নেমে আসুক অবর্ণনীয় জ্বালা-যন্ত্রণা, বানচাল হয়ে যাক খোদার সুমহান পরিকল্পনা। ইবলিস কষ্মিনকালেও মানুষের কল্যাণ কামনা করতে পারে না। মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে তার অসুভ পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে চলছে সেই আদি নিবাস এদন উদ্যান থেকে, আর অদ্যাবধি একই কুটচক্র চালিয়ে চলছে মানুষের ক্ষতি করার মানসে।
অভিশপ্ত ইবলিস মানুষের চোখে বেধে রেখেছে কালো নেকাব যেন সে ঐশি বিষয় দেখতে না পায়, পার্থক্য করতে না পারে খোদার সত্যসুন্দর পরিকল্পনা আর শয়তানের কুটচালের মধ্যে। খোদা হলেন সদা জাগ্রত সর্বত্র বিরাজমান সত্ত¡া যার আহার নিদ্রা নেই, তিনি খুশি হন বান্দা যখন যেস্থানে বসে তাকে ডাকে তাৎক্ষণিক তিনি তার ডাকে জবাব দিতে স্বাচ্ছন্দ বোধ করেন এবং সমাধান করে দেন তার সর্বপ্রকার সমস্যাবলী। তিনি হলেন পূতপবিত্র প্রেমের কান্ডারি যিনি নিজেই প্রেম যার মধ্যে হিংসার ছায়াটুকু থাকবার প্রশ্নই জাগে না।
তিনি মিথ্যাবাদী কোনো ঘাতক নন, বরং অনুতপ্ত ঘাতকদের ক্ষমা করে তাদের সাধুসন্তের কাতারে বসার অপার সুযোগ করে দেন। সকল নবী-রাসুলগণের কাছে একটি পয়গাম তিনি জারী করেছেন, আর তা হলো, হারানো সন্তানদের ঘুরিয়ে ফিরিয়ে ঘরে আনার পয়গাম।
অভিশপ্ত ইবলিস চাচ্ছে মানুষের ভোগান্তি, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করা, আর দরদ-দিল খোদা অসহায় মানুষদের পাপের করাল গ্রাস থেকে বাঁচিয়ে তোলার জন্য চূড়ান্ত মাসুল শোধ দিয়েছেন, তাদের আপন ক্রোড়ে ফিরিয়ে নিয়েছেন। খোদাবন্দ হযরত ঈসা মসিহের জানের কোরবানি শুধু বিশ্বের পাপের কাফফারা শোধ দেবার নিমিত্তে হয়েছে দত্ত। তাই যতজন তাকে কবুল করে নিয়েছেন তাদের প্রত্যেককে দান করেছেন খোদার সন্তান হবার এক অপূর্ব অভাবিত সুযোগ।
মসিহের সাথে যুক্ত ব্যক্তিদের আর ভীত-সন্ত্রস্থ হতে হবে না রোজহাসরের ভয়াবহ বিচার দন্ডের ভয়ে, মসিহ তার পক্ষে প্রায়শ্চিত্ত শোধ দিয়েছেন নিজের পূতপবিত্র জানের কোরবানির মাধ্যমে। গুনাহগারদের প্রায়শ্চিত্ত শোধ দেবার মতো কোনো ব্যবস্থা নেই এ ধরাপৃষ্টে, তাইতো আদম থেকে শুরু করে অদ্যাবধি প্রত্যেকটি ব্যক্তি নিয়ত অশ্র“ ঝরিয়ে চলছে স্বীয় ক্রীত অপরাধ বোধের জন্য। তারা অনুতপ্ত বটে কিন্তু প্রায়শ্চিত্ত বা কাফফারা দেবার মতো কারো কাছে কিছুই নেই অবশিষ্ট। অথচ খোদার অশেষ রহমত মানুষের বিকল্প কোরবানি যে মসিহ শোধ দিলেন সে দিক থেকে অভিশপ্ত ইবলিস অবোধ জনগোষ্টিকে ফিরিয়ে রেখেছে বোবা-বধির করে রেখেছে।
খোদার অশেষ রহমতে আজ মানুষ পেতে পারে ঐশি কাঙ্খিত মুক্তি কেবল খোদাবন্দ হযরত ঈসা মসিহের মাধ্যমে যা অবারিত রাখা হয়েছে সকলের জন্য।
অভিশপ্ত ইবলিস মানুষের চোখে বেধে রেখেছে কালো নেকাব যেন সে ঐশি বিষয় দেখতে না পায়, পার্থক্য করতে না পারে খোদার সত্যসুন্দর পরিকল্পনা আর শয়তানের কুটচালের মধ্যে। খোদা হলেন সদা জাগ্রত সর্বত্র বিরাজমান সত্ত¡া যার আহার নিদ্রা নেই, তিনি খুশি হন বান্দা যখন যেস্থানে বসে তাকে ডাকে তাৎক্ষণিক তিনি তার ডাকে জবাব দিতে স্বাচ্ছন্দ বোধ করেন এবং সমাধান করে দেন তার সর্বপ্রকার সমস্যাবলী। তিনি হলেন পূতপবিত্র প্রেমের কান্ডারি যিনি নিজেই প্রেম যার মধ্যে হিংসার ছায়াটুকু থাকবার প্রশ্নই জাগে না।
তিনি মিথ্যাবাদী কোনো ঘাতক নন, বরং অনুতপ্ত ঘাতকদের ক্ষমা করে তাদের সাধুসন্তের কাতারে বসার অপার সুযোগ করে দেন। সকল নবী-রাসুলগণের কাছে একটি পয়গাম তিনি জারী করেছেন, আর তা হলো, হারানো সন্তানদের ঘুরিয়ে ফিরিয়ে ঘরে আনার পয়গাম।
অভিশপ্ত ইবলিস চাচ্ছে মানুষের ভোগান্তি, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করা, আর দরদ-দিল খোদা অসহায় মানুষদের পাপের করাল গ্রাস থেকে বাঁচিয়ে তোলার জন্য চূড়ান্ত মাসুল শোধ দিয়েছেন, তাদের আপন ক্রোড়ে ফিরিয়ে নিয়েছেন। খোদাবন্দ হযরত ঈসা মসিহের জানের কোরবানি শুধু বিশ্বের পাপের কাফফারা শোধ দেবার নিমিত্তে হয়েছে দত্ত। তাই যতজন তাকে কবুল করে নিয়েছেন তাদের প্রত্যেককে দান করেছেন খোদার সন্তান হবার এক অপূর্ব অভাবিত সুযোগ।
মসিহের সাথে যুক্ত ব্যক্তিদের আর ভীত-সন্ত্রস্থ হতে হবে না রোজহাসরের ভয়াবহ বিচার দন্ডের ভয়ে, মসিহ তার পক্ষে প্রায়শ্চিত্ত শোধ দিয়েছেন নিজের পূতপবিত্র জানের কোরবানির মাধ্যমে। গুনাহগারদের প্রায়শ্চিত্ত শোধ দেবার মতো কোনো ব্যবস্থা নেই এ ধরাপৃষ্টে, তাইতো আদম থেকে শুরু করে অদ্যাবধি প্রত্যেকটি ব্যক্তি নিয়ত অশ্র“ ঝরিয়ে চলছে স্বীয় ক্রীত অপরাধ বোধের জন্য। তারা অনুতপ্ত বটে কিন্তু প্রায়শ্চিত্ত বা কাফফারা দেবার মতো কারো কাছে কিছুই নেই অবশিষ্ট। অথচ খোদার অশেষ রহমত মানুষের বিকল্প কোরবানি যে মসিহ শোধ দিলেন সে দিক থেকে অভিশপ্ত ইবলিস অবোধ জনগোষ্টিকে ফিরিয়ে রেখেছে বোবা-বধির করে রেখেছে।
খোদার অশেষ রহমতে আজ মানুষ পেতে পারে ঐশি কাঙ্খিত মুক্তি কেবল খোদাবন্দ হযরত ঈসা মসিহের মাধ্যমে যা অবারিত রাখা হয়েছে সকলের জন্য।