নয় নয় নয়
ক্ষয় বৃদ্ধি যার হয়
সে তো মোর উপাষ্য নয়
ঝর বৃষ্টি বাদল
হোক না প্রকৃতি অচল
মুখ থুবরে পড়ে থাকে সৃষ্টি সকল
আমার উপাষ্য তবু অবিকল
যুদ্ধের ময়দানে অথবা
প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকে
প্রত্যুষ্যে বা সায়াহ্নে
আমার মাবুদ অবিচল
করেছেন মোর হৃদয় দখল
তারই পূজায় নিমগ্ন সর্বাবস্থায়
যখন তখন
কেননা নেই যে তাঁর পরিবর্তন
মোর মাবুদ বিলক্ষণ