যে ভাষা বোঝে না
সে ভাষায় অর্চনা
বলতে কি পারো
পারবে কি বিকাশ করতে
হৃদয়ের সবকটা বেদনা?
বন্দী শিবির কে করে রচনা
নিশ্চয় নয় তারা আপনজনা
তোমার দুষমন ছাড়া কেউ না
জন্মাবধি তব বিনাশ করে কামনা
মুছে ফেলতে চায় সকল নিশানা
প্রেমের মাবুদ আঙ্গুলের ইশারায়
দেখালেন মোরে
বাহারি মাকালের ভিতরে পাবে
পরিত্যাগ করার মত আবর্জনা
ভাষা দিয়ে বানালো তোমায় বোকা
যেথা যাও দলবদ্ধ অথবা একা
জুজুর ভয় তোমায় ছাড়ছে না
তোমার পরিচয তুমি জানো না
সুমহান মাবুদ নিজের মত করে
করেছে তোমায় রচনা
তুমি হাসবে গাইবে আনন্দে নাচবে
নির্মাতা তোমার অধিকার করেছেন প্রতিষ্ঠা
ঘোষণা দিলেন সবার কল্যাণ
পাবে অঢেল অযাচিত অফুরাণ
তোমাকে সাজাতে দেখ তাঁর ব্যস্ততা
চিনে নিও ক্যানিয়নের গতিধারা
চওড়ারর চেয়ে অধিক থাকে গভীরতা
স্বজন প্রিয়জন কেউ খুঁজে পাবে না
শেষ নিকেশ কেবল মাবুদ মাওলা
নিজের প্রাণের বিনিময়ে মুক্তিপণ
তোমাকে মুক্ত করার জন্য
ঝরছে ঐ রূধির ধারা
এখানে শেষ নয় বন্ধু
তিনিই তোমাকে তুলে নিলেন
ঠাই দিলেন স্বীয় পূতপবিত্র ক্রোড়ে
তুমি হলে আজ ঐশি সন্তান
বিশে^র দরবারে এক নয়নকাড়া